ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সিম নিবন্ধনে ফিঙ্গার প্রিন্ট বন্ধে লিগ্যাল নোটিশ

98413_195-357x233নিউজ ডেস্ক  ::

সিম নিবন্ধনের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ বন্ধের নির্দেশনা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠান।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব, বিটিআরসি, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিঙ্ক, টেলিটক ও সিটিসেল কর্তৃপক্ষকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ে নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট মামলা করা হবে বলে জানিয়েছেন এ আইনজীবী।

আইনজীবী হুমায়ন কবির পল্লব জানান, ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ পদ্ধতি সম্পূর্ণ অবৈধ। বেসরকারিভাবে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করার পর এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ কারণেই আইনি নোটিশ পাঠিয়েছি।

পাঠকের মতামত: