ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

সিইসি’র কাজে আমরা সন্তুষ্ট নই, তাকে রিপ্লেস করা উচিতঃ কামাল

ডেস্ক নিউজ ::

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, প্রধান নির্বাচন কমিশনারের কাজে আমরা সন্তুষ্ট নই। উনাকে রিপ্লেস করা উচিত।

রবিবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আমরা সুন্দর ও সহায়ক পরিবেশ চাই যাতে দেশে একটি অবাধ ও সবার জন্য একটি গ্রহণযোগ্য ইলেকশন হয়।

তিনি বলেন, পুলিশের কাজ হচ্ছে নির্বাচনের কাজে সহায়তা করা। তাদের কাজ নির্বাচনের কাজে বাধা দাও নয়। পুলিশ কোন সরকারের বাহিনী নয়। তারা রাষ্ট্রের বাহিনী। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চত করবে। আমরা আশা করি আগামীতে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কিন্তু সরকারের যেটা ধারণা পুলিশ হলো সরকারের বাহিনী।

পাঠকের মতামত: