ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

সাতকানিয়ায় হাতির আক্রমণে নিহত ১

hati_1সাতকানিয়া প্রতিনিধি, চট্টগ্রাম :::
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা বাহাদির পাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মোঃ হোসন (৪৮)।

১৭ নভেম্বর বৃহস্পতিবার দিবাগ রাত আড়াই টায় এ ঘটনা ঘটে।

নিহত হোসন উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকার মৃত আবুল হোসনের পুত্র।

জানা যায়, লোকালয়ে নেমে আসা বন্য হাতির একটি দল গত বৃহস্পতিবার রাতে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা বাহাদির পাড়া শাহ মজিদিয়া ইটভাটা এলাকায় মোঃ হোসনের চায়ের দোকানে আক্রমণ করে। এসময় সেই হাতি বলে ডাক দিলে একটি হাতি হোসনকে শুঁড় দিয়ে পেছিয়ে মাথায় আঘাত করে। এতে তার মাথা তেঁতলে গিয়ে ঘটনাস্থলেই সেই মারা যায়। নিহত মোঃ হোসন ২ সন্তানের জনক।

হাতির আক্রমণের খবর পেয়ে শুক্রবার সকালে সাতকনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ ও সাতকানিয়া থানার ওসি মোঃ ফদির উদ্দিন খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাৎকনিক নিহতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহয়াতা প্রদান করেন।

পাঠকের মতামত: