ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

Runa-homeনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুনা লায়লা এবার দাদাসাহেব ফালকে সম্মাননা পাচ্ছেন। চলচ্চিত্র শিল্পে ভারত সরকারের সর্বোচ্চ এই সম্মাননা পাওয়ার খবর গত ৩০ জানুয়ারি এক চিঠির মাধ্যমে দিয়েছে দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন। মঙ্গলবার ফেসবুকে সবাইকে এই তথ্য জানান উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীতশিল্পী।

১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকের জন্মশতবার্ষিকীতে এ পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, একটি শাল এবং ১০ লাখ রুপি প্রদান করা হয় নির্বাচিত বিজয়ীকে। এবারের বিজয়ীর হাতে পুরস্কার দেয়া হবে আগামী ৩০ এপ্রিল।

এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, জুরি সদস্য হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছি। এরই মধ্যে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে আমাকে। এটা বিশেষ জুরি পুরস্কার। অন্য জুরি সদস্যরাও এ পুরস্কার পাচ্ছেন। বাংলাদেশের শিল্পী হিসেবে এরকম সম্মাননা পেতে যাওয়ায় আমি গর্বিত ও আনন্দিত।

 

পাঠকের মতামত: