ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ষড়যন্ত্র করেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে: ফখরুল

অনলাইন ডেস্ক ::

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে যেটা চলছে সেটা শুধু মাদকবিরোধী অভিযান নয়। এতে অন্য কোনো ষড়যন্ত্র আছে। একটার পর একটি ষড়যন্ত্র করেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশ এ তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, একটি সভ্য দেশে এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করা হবে তা কল্পনা করা যায় না। কে মাদক দ্রব্য সেবন করে, কে ব্যবসা করে সেটা কথা নয়। যাদের হত্যা করা হচ্ছে তারা বিচার পাচ্ছে না কেন?

এ সময় ফখরুল বলেন, ভারতের একটি পত্রিকায় খবর বেরিয়েছে যে, নির্বাচনে ভারতের সাহায্য চেয়েছেন শেখ হাসিনা। এই খবর যদি সত্য হয় তাহলে কি এই দেশ স্বাধীন আছে? তাহলে কি দেশকে অঙ্গরাজ্য বানাতে চায় সরকার?

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তাই খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

পাঠকের মতামত: