ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার শোক: কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনের মৃত্যুতে

বাসস : আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আজ এক শোক বিবৃতিতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন।
এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মরহুম আমজাদ হোসেনের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর পৃথক এক শোক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
আমজাদ হোসেন আজ সোমবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭২ বছর।
মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আমজাদ হোসেন আজ দুপুর ২ টা ৪৫ মিনিটে কক্সবাজার জেলা অতিরক্ত জেলা ও দায়রা জর্জ আদালতে একটি মামলার সাক্ষ্যদানকালে বুকে ব্যথা অনুভব করেন। সেখান থেকে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত: