ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও এসএমএসে মিলবে এসএসসির ফল

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের কারণে এবার মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফলাফল কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই পাঠানো হবে না। ঈদের পর যে কোনো সময় তা অনলাইনে প্রকাশিত হবে।

ফল পেতে পরীক্ষার্থীকে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। ফল প্রকাশের দিন এসএমএসের মাধ্যমে তাদের মোবাইলে ফলাফল চলে যাবে। SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2020 লিখে 16222 নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন করতে পারবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইলে তাদের ফলাফল পৌঁছে যাবে বলে নির্দেশনা বলা হয়েছে।

এছাড়াও, নিজ নিজ শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে।

পাঠকের মতামত: