ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শাহজাদা অহিদুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন

কুতুবদিয়া প্রতিনিধি ::

অলিকুল সম্রাট, গাউসে মুখতার হযরতুল আল্লামা শাহ আবদুল মালেক আল-কুতুবী (রহ:) এর ৪র্থ শাহজাদা আলহাজ্ব অহিদুল আলম আল কুতুবীর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (৫ মে) বিকাল ৩ ঘটিকায় কুতুবদিয়াস্থ কুতুব শরীফ দরবার সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন মরহুমের সুযোগ্য পুত্র মুহাম্মদ ছলিম উল্লাহ।

এ সময় দরবারের শাহজাদা মাওলানা মনিরুল মন্নান আল কুতুবী, শাহজাদা শেখ ফরিদ আল কুতুবী, শাহজাদা আতিকুল মিল্লাত আল কুতুবী, শাহজাদা সৈয়দুল মিল্লাত আল কুতুবী ও শাহজাদা মাওলানা জিল্লুল করিম আল কুতুবীসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জানাজায় কুতুবদিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত উলামায়ে কেরাম, রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দরবারের সর্বস্থরের ভক্ত বৃন্দ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য, শাহজাদা অহিদুল আলম আল কুতুবী শনিবার (৪ মে) চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে বেলা ১২ টায় ইন্তেকাল করেন। বাদে এশা জামিয়াতুল ফালাহ ময়দানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার (৫ মে) বিকাল ৩ ঘটিকায় মরহুমের জানাজা শেষে দরবারের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পাঠকের মতামত: