ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় বাবার বাড়িতে গৃহবধূর আত্মহত্যা

লোহাগাড়া প্রতিনিধি ::  লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তার নাম মোরশেদা আকতার (২৪) বলে জানা গেছে। তিনি ওই এলাকার রফিক আহমদের মেয়ে। আজ শনিবার (২৪ আগস্ট) সকালে মোরশেদা আকতারের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে পুলিশ।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল বলেন, ‘স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সম্প্রতি মোরশেদা আকতারকে বাবার বাড়িতে আনা হয়। শনিবার ঘরের মধ্যে তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’ তিন সন্তানের জননী মোরশেদা আকতার সাতকানিয়া ঢেমশা দক্ষিণ মরফল এলাকার মো. সেলিমের স্ত্রী।

পাঠকের মতামত: