ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় আ’লীগের মনোনয়ন পেলেন খোরশেদ আলম চৌধুরী

লোহাগাড়া সংবাদদাতা ::
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা নির্বাচনে নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।

২৩ ফ্রেব্রুয়ারী দলের মনোনয়ন কমিটির সভায় তাঁকে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে মনোনয়ন দেওয়া হবে বলে ঘোষনা করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বিষয়টি সাংবাদিকের কাছে নিশ্চিত করেছেন।

খোরশেদ আলম চৌধুরীকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি করায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতঞ্জতা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২৪ মার্চ ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে।

পাঠকের মতামত: