ঢাকা,শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

লামায় স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করলো স্বামী

লামা প্রতিনিধি :: পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে বান্দরবানের লামা উপজেলায় শফিক মিয়া (৩৪) নামের এক ব্যক্তি আতœহত্যা করেছেন। উপজেলার লামা সদর ইউনিয়নের হাসপাতাল গ্রামের ৯১ সিঁড়ি পাড়ায় আজ বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শফিক মিয়া ৯১ সিঁড়ি পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে।

সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে শফিক মিয়া ও স্ত্রী রেহেনা বেগমের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাত ২টার দিকে ঘরের বিমের সাথে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দেয় শফিক মিয়া। পরে স্বজনেরা শফিক মিয়াকে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শফিক মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: