মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ::
বান্দরবানের লামায় টমটম উল্টে ৫জন আহত হয়েছে। সোমবার (২২ অক্টোবর) দুপুরে লামা পৌরসভার মধুঝিরিস্থ জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতরা হল, লামা পৌরসভার শিলেরতুয়া গ্রামের ইউনুছ মোল্লার ছেলে মনির হোসেন (২৮), লামার গজালিয়া এলাকার আবুল কাসেমের ছেলে ইমরান হোসেন (৬), শিলেরতুয়া মার্মা পাড়ার মমচিং মার্মার মেয়ে তানুচিং মার্মা (১৮), একই পাড়ার হ্লামাঅং মার্মার মেয়ে চিংচিং ওয়াং মার্মা (১৯) ও লামা পৌরসভার মধুঝিরি গ্রামের মো. ফারুকের ছেলে মো. আরমান (১৯)।
প্রত্যেক্ষদর্শী ও আহতরা বলেন, দূর্ঘটনায় পতিত টমটমটি যাত্রী নিয়ে লামা বাজার হতে শিলেরতুয়া এলাকায় যাচ্ছিল। টমটমটি মধুঝিরিস্থ জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয়ের সামনে আসলে ৬ বছরের শিশু ইমরান হোসেন হঠাৎ রাস্তার এপার হতে ওপারে দৌড় দেয়। শিশুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় টমটমটি। এসময় শিশু ইমরান ও টমটম গাড়ির ড্রাইভার মো. আরমান সহ ৫জন আহত হয়।
লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুর রহমান মজুমদার বলেন, গুরুতর আহত শিশু ইমরান ও মনির হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। অপর আহত তানুচিং ও চিংচিং ওয়াং কে লামা হাসপাতালে ভর্তি করা হয়। মো. আরমানকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, দূর্ঘটনার সাথে সাথে লামা হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
পাঠকের মতামত: