মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::
বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে এক শিশু নিহত ও একই পরিবারের ২ জন আহত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার ওলারঝিরি নয়াপাড়াতে এই ঘটনা ঘটে।
নিহত শিশু হোসনে আরা (৪) ওলারঝিরি এলাকার কামাল হোসেনের মেয়ে। একই ঘটনায় হোসনে আরার বড় বোন সোনিয়া আক্তার (৮) এবং তার বাবা কামাল হোসেন (৩৫) আহত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, আহতদের চিকিৎসার জন্য পাশর্^বর্তী চকরিয়া হাসপাতালে নেয়া হয়েছে।
জানা গেছে, শুক্রবার বিকেলে টিনের চালের মাটির ঘরের দরজায় বসে খেলছিল কামাল হোসেনের ২ মেয়ে হোসনে আরা ও সোনিয়া আক্তার। এসময় হালকা বৃষ্টিপাত শুরু হয় এবং সেই সাথে প্রচন্ড এক বজ্রপাত কামাল হোসেনের ঘরে পড়ে। দরজায় খেলারত ছোট মেয়ে হোসনে আরা মারা যায় এবং বড় মেয়ে সহ কামাল হোসেন আহত হয়।
লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, খবর পাওয়া মাত্র পুলিশের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত: