ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

লামায় চেয়ারম্যান ৫, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়নপত্র জমা

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলায় প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন সহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৮ ফেব্রুয়ারী) সহকারী রিটার্নিং অফিসার ও লামা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উৎসবমূখর পরিবেশে ৩টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন কর্তৃক দেয়া বিজ্ঞপ্তি মতে আগামী ১৮ মার্চ ২য় ধাপে লামা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৫ জন। তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা জামাল, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী সেতারা আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের, রফিক উদ্দিন চৌধুরী ও মো. আলমগীর।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জমা দেন ৪ জন। স্বতন্ত্র প্রার্থী মো. তৈয়ব আলী, মো. জাহেদ উদ্দিন, নুরুচ্ছফা ও মো. দিদারুল হক চৌধুরী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৪ জন। তারা হলেন, মিল্কী রাণী দাশ, সোলতানা নাজমা, কুলছুমা বেগম ও শারাবান তহুরা ত্রিপুরা।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় প্রার্থীদের সমর্থক ও শুভাকাঙ্খিদের উপস্থিতি নির্বাচন অফিস কার্যালয়ের সম্মুখে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের বিজয় সু-নিশ্চিত বলে জানান।

সহকারী রিটার্নিং অফিসার ও লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা নববিন্দু নারায়ণ চাকমা বলেন, নির্বাচনে আগ্রহী প্রার্থীরা উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছে। নির্বাচন কমিশনের বিশেষ এক পরিপত্র মতে শুধু লামা উপজেলার ক্ষেত্রে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে আরো অতিরিক্ত ৩দিন সময় পাবেন।

পাঠকের মতামত: