ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

লামায় গলায় ফাঁস লাগিয়ে তরুণীর আত্মহত্যা

লামা প্রতিনিধি : মা বাবার সাথে অভিমান করে বান্দরবান জেলার লামা পৌরসভা এলাকায় রুবি আক্তার (১৯) নামের এক তরুনী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে মাতামুহুরী নদীর কলিঙ্গাাবিল ঘাটে ঘটনাটি ঘটে। রুবি আক্তার কলিঙ্গাবিল গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলামের মেয়ে।

সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে রুবি আক্তারের সাথে রবিবার দুপুর ২টার দিকে নানীর সাথে তর্কবিতর্ক হয়। পরে তর্কবিতর্কের বিষয় নিয়ে রুবি আক্তারকে মা শাহেনুর আক্তারও বকাঝকা করেন। এর জের ধরে কিছুক্ষণ পর অভিমান করে নিজ বাড়ির পাশে নদীর ঘাটের একটি গাছের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন রুবি আক্তার। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রুবি আক্তারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রুবি আক্তারের লাশ বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। রুবি আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: