ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

লাইফটা যেন ‘অ্যাকশনময়’ হয়ে গেল : পরীমণি

Untitled-2অনলাইন বিনোদন ::

‘গত তিন রাত ধরে শুধু অ্যাকশন আর কাট, কাট আর অ্যাকশন- এভাবেই চলছে। পুরোদস্তুর মারামারি করছি। তাও কিনা একটি জাহাজের ওপর। বলতে পারেন লাইফটা এখন অ্যাকশনময় হয়ে উঠেছে।’ শুক্রবার সকালে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে কলকাতা থেকে এমনটাই জানালেন পরীমণি।
গত মঙ্গলবার রাত থেকে কলকাতায় টানা শুটিং চলছে জাজ মাল্টিমিডিয়ার নির্মিতব্য বিগ বাজেটের ছবি ‘রক্ত’র। প্রথমবারের মতো অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করছেন লাস্যময়ী পরীমণি। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘আজ শুক্রবার ভোর ৫টায় শুটিং শুরু হয়েছে। হাওড়া নদীর পাশে তৈরি হয়েছে বিশাল এক সেট। জাহাজের মধ্যে মারামারি করছি। জীবন বাজি রেখে পরাজিত করছি শত্রুদের।’

এসব অ্যাকশন কেমন উপভোগ করছেন জানতে চাইলে পরীমণি বলেন, ‘বলার জন্য বলছি না, সত্যি কথা বলতে কি খুবই শ্রম ও কষ্টসাধ্য বিষয় এটি। ঘাম ঝড়ানো শর্ট দিতে হচ্ছে একের পর এক। যদিও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে শুটিং করছি তারপরও টুকটাক আঘাত শরীরে লাগছে। যা স্পটে টের পাচ্ছি না, টের পাচ্ছি ঘুমানোর আগে। তবে কাজকে এনজয় করতে পারছি। কারণ ঢাকাতেই এসব বিষয়ে প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলেছিলাম।’

 

পাঠকের মতামত: