পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, অনুপ্রবেশকারী নিবন্ধিত, অনিবন্ধিত এবং গত অক্টোবরের পর থেকে নতুন আসা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিতে একটি কর্মকৌশল নির্ধারণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইতিমধ্যে প্রায় ৬৫ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। সাম্প্রতিক অনুপ্রবেশ এবং আনুমানিক তিন লাখ অনিবন্ধিত মিয়ানমারের নাগরিকের দীর্ঘকাল ধরে অবৈধ অবস্থানের কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এলাকা বিশেষত কক্সবাজার অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করা হচ্ছে এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে বিশেষ দূতকে অবহিত করা হয়।
উল্লেখ্য, বুধবার মিয়ানমার সরকারের উপদেষ্টা অং সান সুচির পাঠানো বিশেষ দূত দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউ তিনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত: