ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রধর্ম ইসলাম মু‌ছে ফেলার ষড়য‌ন্ত্রের প্র‌তিবা‌দে হ্নীলায় তৌ‌হিদী জনতার বি‌ক্ষোভ

পেপপপসংবাদ বিজ্ঞপ্তি :

সং‌বিধান থে‌কে রাষ্ট্রধর্ম ইসলাম মু‌ছে ফেলার ষড়য‌ন্ত্রের প্র‌তিবা‌দে টেকনা‌ফেও বি‌ক্ষোভ হ‌য়ে‌ছে। শুক্রবার বা‌দে জুমা তৌ‌হিদী জনতার ব্যানা‌রে পৃথক বি‌ক্ষোভ মি‌ছিল‌ হ্নীলা জা‌মেয়া দারুসুন্নাহ মাদ্রাসা ও ষ্টেশন জামে মসজিদ থে‌কে শুরু হয়। সাধারণ মুস‌ল্লিদের অংশ গ্রহ‌নে এই বি‌ক্ষোভ মি‌ছিল‌টি হ্নীলা ষ্টেশনসহ প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ শে‌ষে চৌরাস্তায় এক পথ সভায় মি‌লিত হয়। এ সময় বক্তব্য রা‌খেন, বাংলা‌দেশ ইসলা‌মি আ‌ন্দোলন টেকনাফ উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দু খা‌লেক নিজামী, দপ্তর সম্পাদক মাওলানা আবু বক্কর ছি‌দ্দিক, হ্নীলা পশ্চিম সিকদার পাড়া জামে মসজিদের খতিব মাও; নরুল আমিন মাদানী, নুর মোহাম্মদ ও হাফেজ কবির আহমদ প্রমুখ। এ সময় বক্তরা ব‌লেন, সংখ্যা গ‌রিষ্ট মুস‌লি‌মের দেশ বাংলা‌দেশ। আর এ দে‌শে জন্ম নি‌য়ে‌ছেন বড় সব পীর আও‌লিয়া। আর এদে‌শের সং‌বিধা‌নে বিস‌মিল্লাহ যেমন থাক‌বে একইভা‌বে রাষ্ট্রধর্ম হ‌বে ইসলাম। আর যারা এ‌দে‌শের মানু‌ষের ঈমান আ‌ক্বিদার উপর আঘাত ক‌রে সং‌বিধান থে‌কে ইসলাম মু‌ছে ফেল‌তে চায় তা‌দের জায়গা বাংলায় হ‌বেনা। তাছাড়া ইসলা‌মের উপর যে‌কোন ষড়যন্ত্র রু‌খে দেয়া হ‌বে ব‌লে হু‌শিয়ারী দেন বি‌ক্ষোভ মি‌ছি‌লোত্তর পথ সভা থে‌কে।

পাঠকের মতামত: