সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্চগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
রামু ক্রসিং হাইওয়ে থানার এসআই মুজিবর জানান, নিহত সুজন দেব চট্টগ্রামের চন্দনাইশ থানার দেবপাড়া ডাকরু বাড়ি’র সুধীর দেবের ছেলে। আহত আমিনুল হক (৬৭) ব্রাহ্মণবাড়িয়া’র আশুগঞ্জ থানার চরবার তলা এলাকার মৃত আলী আকবরের ছেলে।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, কক্সবাজারগামী মারছা সার্ভিসের যাত্রীবাহি বাস (চট্টমেট্্েরা ব-১১-১২৭৭) চট্টগ্রাম অভিমুখি মাইক্রোবাসকে (চট্টমেট্টো চ ১১-৬২৭৮) মুখোমুখি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস চালক ঘটনাস্থলে নিহত হন। মাইক্রোবাসের এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। মাইক্রেবাসে চালক ছাড়া একজন যাত্রী ছিলো বলে জানায় পুলিশ।
মারছা সার্ভিসের গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে, স্থানীয় জনতা গাড়িটি আটক করে পুলিশের হাতে তোলে দেয়। দূর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি কক্সবাজার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী’র বলে জানা গেছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের মাইক্রোবাস চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। দূর্ঘটনা পতিত গাড়িও রামু থানা হেফাজতে রয়েছে।
এদিকে এ সড়কে চলাচলকারি একাধিক বাসযাত্রী জানান, মারছা পরিবহনের বাসগুলো সড়কে বেপরোয়া গতিতে চলাচল করছে। এ কারনে প্রায়সময় মারছা বাস দূর্ঘটনায় কবলিত হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনা সংগঠিত হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ জরুরী হয়ে পড়েছে।
পাঠকের মতামত: