ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

রামুতে পুলিশ-ডাকাত আবারো যুদ্ধে আটক ৪॥ অস্ত্র ও গুলি উদ্ধার

aaখালেদ হোসেন টাপু, রামু :::

কক্সবাজারের রামুতে পুলিশ-ডাকাত ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধ হয়েছে। এসময় ১টি বন্দুক, ২ রাউন্ড গুলি, ধারালো ২টি রাম দাসহ তালিকাভূক্ত ৪ দুর্ধর্ষ ডাকাতকে আটক করা হয়েছে।

শনিবার (২ জুলাই) আনুমানিক দিবগত রাত ৩ টার দিকে রশিদ নগর কারিগরি কলেজ পার্শ্বে পাহাড়ের ভিতরে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সূত্রে খবর পেয়ে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধরে নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ আশরাফুজ্জামান, এস আই সঞ্জয় কুমার দেসহ পুলিশের একদল অভিযানে নামে।

এ সময় মহাসড়কের পাশে দুর্গম পাহাড়ি এলাকায় ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছলে পুলিশকে দেখে ডাকাতেরা গুলি ছুড়তে শুরু করে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী গুলি বিনিময় হয়। এসময় উভয়ের প্রায় ৯০ গুলি বিনিময় হয়। একপর্যায়ে পুলিশের তোপের মুখে জঙ্গলের দিকে পালিয়ে যাওয়ার সময় ১টি বন্দুক, ২ রাউন্ড গুলি, ২টি ধারালো রাম দাসহ ডাকাত সর্দার আবছার (৪০), মঞ্জুর (৩২), আব্দুল রহিম (৪৬), জাহাঙ্গীর আলম (২৩ কে হাতেনাতে আটক করে পুলিশ। তাদের বাড়ি ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় বলে পুলিশ জানিয়েছেন।

এদিকে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর অস্ত্রসহ ৪ ডাকাত আটকের বিষয় নিশ্চিত করে বলেন, পবিত্র এ রমজানে বড় একটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল এবং এ খবর পাওয়ার পর দ্রুত অভিযান শুরু করে প্রায় ১ ঘন্টা উভয়ের গুলি বিনিময় শেষে ১টি অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ পুলিশের তালিকাভূক্ত, একাধিক মামলা আসামী ৪ ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছি।

উল্লেখ্য যে গত ২৯ জুন মঙ্গলবার দিবাগত রাতে জোয়ারিয়ানালা নন্দাখালী এলাকায় ডাকাতির প্রস্তুকালে পুলিশ-ডাকাত বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় পুলিশ হাতেনাতে অস্ত্রসহ ৩ ডকাতকে আটক করেন।

পাঠকের মতামত: