নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: দীঘ প্রতিক্ষার পর অবশেষে পেকুয়া সদর হতে বিভক্তি মেহেরনামা মৌজাকে ইউনিয়নের রুপান্তরের বিষয়ে মেহেরনামা ইউনিয়নের গণশুনানী বিতক ও আপত্তি ছাড়াই গতকাল ২৩শে মে রোজ সোমবার বিকাল ০৪ ঘটিকায় উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পেকুয়া সদর ইউনিয়নের আয়োজনে অসংখ্য জনসাধারণের উপস্থিতে সম্পন্ন হয়।
আরো জানা যায় যে, স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখা ০১ ১৬/০৯/ ২০১৩ সনের ৬৮৬ নং প্রজ্ঞাপনের ইউনিয়ন বিভক্তির নীতিমালা অনুসারে পেকুয়া সদর হতে মেহেরনামাকে ইউনিয়নে সকল ধাপ পূরণ করে উপজেলা প্রশাসন (৭ম) শেষ ধাপ গণশুনানী সম্পন্নের জন্য গতকালের গণশুনানীর আয়োজন।
পেকুয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য নাছির উদ্দিনের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত গণশুনানীতে শুনানী করেন পেকুয়া উপজেলা নিবাহী কমকর্তা পূর্বিতা চাকমা। উপজেলা নিবাহী কমকর্তা পূর্বিতা চাকমা উপস্থিতি সকলের সাথে ইউনিয়নের গঠনের বিষয়ে আপত্তি আছে কিনা? জিজ্ঞেস করেন এবং মতামত দিতে বলা হলে উপস্থিতি সকলেই হাত তুলে ইউনিয়ন হওয়ার পক্ষে মতামত দিয়ে দ্রুত গতিতে ইউনিয়ন বাস্তবায়ন দাবী করেন। ইউএনও সকলের প্রতি একাত্ত্বায় সন্তুষ প্রকাশ করে দ্রুত গতিতে প্রশাসনিক কাজ সম্পন্ন করে ইউনিয়ন বাস্তবায়ন আর্শ্বাস দেন এবং এই ইউনিয়ন গঠন বাস্তবায়নের যিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তরুণ রাজনীতিবিদ নাছির উদ্দিন বাদশাকে ধন্যবাদ জানান।
এতে উপস্থিত ও বক্তব্য রাখেন মেহেরানামা ইউনিয়ন বাস্তবায়নের উদ্যোক্তা উপজেলা আওয়ামীলীগের সম্মেল প্রস্তুতি কমিটির সাবেক সদস্য নাছির উদ্দিন বাদশা, পেকুয়া ইউপি সচিব মোঃ মুহসিন উদ্দিন, সাবেক ইউপি সদস্য জিয়াউল হক, ইসমাইল সিকদার, বতমান সদস্য লাইলা বেগম, মাস্টার আবু ছিদ্দিক, মাস্টার নুরুল আলম, কপিল উদ্দির রিপন, মোঃ দলু, আহমদ ছফা, জকরিয়া মেম্বার, আলমগীর, শাহাব উদ্দিন, সাংবাদিক শহিদুল ইসলাম, জাকের হোসেন, শিক্ষক রানা সহ পেকুয়া উপজেলা প্রায় সংবাদ কর্মীবৃন্দ উপস্থিত ও অসংখ্য জনগণ বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন এই অবহেলিত জনপদ মেহেরনামাকে ইউনিয়ন হিসাবে বাস্তবায়ন করার জন্য মাননীয় ইউএনও পূর্বিতা চাকমার প্রতি নিবেদন জানান।
মেহেরনামা মৌজার ০৬ এর একাংশ ৭, ৮, ৯ এলাকা নিয়ে মেহেরনামা এই জনপদটি দীঘ যুগের পর যুগ খুবই অবহেলিত বঞ্চিত বিধায় দুই বছর পূর্বে পেকুয়া হতে মেহেরনামাকে আলাদা ইউনিয়নের দাবীতে মেহেরনামা এলাকার নাছির উদ্দিন বাদশা আবেদন করেন। সেই সময় হতে বিভিন্ন সময়ে ইউনিয়ন গঠনের বিষয়ে প্রশাসনিক জটিলতা হতে বিগত ২৪শে অক্টোবর ২০২১ ইংরেজী মহামান্য হাইকোটে ইউনিয়নে রূপান্তরের বিষয়ে রিট পিটিশন দায়ের করেন। যাহার নং- ৭২২২/২১। তারই আলোকে মহামান্য আদালত এক মাসের মধ্যে ইউনিয়ন রূপান্তর করার জন্য স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দেন। তারই আলোকে জেলা প্রশাসক মহোদয় কক্সবাজারের পক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক শ্রাবস্তী রায় গত ০৯/১১/২০২১ সালে পেকুয়া উজেলা নিবাহী কমকর্তাকে ইউনিয়ন বিভক্তির নীতিমালার আলোকে মেহেরনামাকে ইউনিয়ন গঠনের জন্য প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। উপজেলা নিবাহী কমকর্তা পূবিতা চাকমা নীতিমালার আলোকে সকল তথ্য সংগ্রহ পূবক বিধি মোতাবেক বিগত ২০/১২/২০২১ স্মারক নং- ৬৫২ মতে প্রস্তাব প্রেরণ করেন।
সেই মতে পরবর্তী ধাপ গণশুনানীর জন্য গত ০৬/০৩/২০২২ ইংরেজী স্থানীয় সরকারের উপ-পরিচালক শ্রাবস্তী রায় ১৪৫ নং স্মারকের পত্র প্রেরণ করিলে তারই আলোকে উপজেলা নিবাহী কমকর্তা ১৫ই মাচ ২২ স্মারক নং ১৫১ মতে পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান বাহাদুর শাহ’কে গণশুনানীর আয়োজনের জন্য নির্দেশ দিলে দীঘ সময়ের পর সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ গতকাল ২৩শে মে গণশুনানীর আয়োজন সম্পন্ন করেন।
গতকালের গণশুনানীতে মেহেরনামা মৌজার সৈকত পাড়া, মছন্যা কাটা, আঁধাখালী, তৈইল্লা কাটা, উত্তর মেহেরনামা, চৈরভাঙ্গা, লীজ পাড়া, পূব মেহেরনামা, বলির পাড়া, নন্দীর পাড়া সহ বিভিন্ন মহল্লা থেকে প্রায় ৫ হাজারের অধীক নারী-পুরুষ গণশুনানীতে অংশ গ্রহণ করে ইউনিয়ন হওয়ার পক্ষে মত প্রকাশ করেন। শুধুমাত্র একজন ব্যক্তি মেহেরনামা এলাকার ৬নং ওয়ার্ডের আব্দুল হামিদ সিকদার পাড়াকে মেহেরনামা না রাখার প্রস্তাব করেন স্থানীয় মাস্টার ইউনুছ। গণশুনানীতে উপস্থিতি সকলই স্বাক্ষর করেন।
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- বাড়ি ফিরেছে কুতুবদিয়ার অপহৃত ১৯ জেলে
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় কাস্টমার নিয়ে বাকবিতন্ডা হোটেল মালিককে পিটিয়ে জখম
- চকরিয়ায় মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
- চকরিয়া পৌরএলাকার তরছপাড়ায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
- চকরিয়ায় ঠেকানো যাচ্ছে না বদরখালীর প্যারাবন নিধনযজ্ঞ
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাঠকের মতামত: