ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মিশনে অনাকাঙ্খিত আচরণ হলে ছাড় নয়: প্রধানমন্ত্রী

যিঙনিজস্ব প্রতিবেদক ::

ঢাকা: জাতিসংঘের শান্তিমিশনে থাকা বাংলাদেশি সদস্যদের কোনো কাজে যেন সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শান্তিরক্ষায় নিয়োজিত আমাদের কোনো সদস্যের অনাকাঙ্খিত আচরণ ও কর্মকাণ্ড বরদাশত করব না। বৃহস্পতিবার ঢাকার মিরপুর আর্মি স্টাফ কলেজে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,  আমরা চাইব দেশের সুনাম যেন অক্ষুণ্ন থাকে। আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয় তা আমরা কখনও চাইনা।

জাতিসংঘের সহকারী মহাসচিব (ফিল্ড সাপোর্ট) অ্যান্থনি ব্যানবারি গত জানুয়ারিতে এক সংবাদ সম্মেলনে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিরাপত্তায় নিয়োজিত ইউরোপীয় সৈন্য ও জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগের কথা তুলে ধরেন। সেখানে বাংলাদেশি সৈন্যদের সংশ্লিষ্টতার কথাও আসে। সে সময় বাংলাদেশের সশস্ত্রবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শিশুদের যৌন নিপীড়নের ঘটনায় বাংলাদেশি কারো সম্পৃক্ততা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: