চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, গুলি করে মানুষ মেরে বাঁশখালীতে সরকার বিদ্যুৎ কেন্দ্র করতে চায়।
আজ শুক্রবার গণ্ডামারায় বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহত চারজনের পরিবারকে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা অনুদান দেন। গুরুতর আহত ১১জনের পরিবারকে দেয়া হয় এক লাখ টাকা করে। সেখানে জেলা প্রশাসক এসব কথা বলেন।
বিকেলে জেলা প্রশাসক নিহতদের বাড়ি যান। এ সময় জেলা পুলিশ সুপার হাফিজ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, এস আলম গ্রুপের পরিচালক শহীদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি স্বপন কুমার মমজুমদার, স্থানীয় চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন। তারা নিহতদের কবর জেয়ারত করেন।
জেলা প্রশাসক বলেন, গণ্ডামারাবাসীকে সন্তুষ্ট করে পরিবেশের ক্ষতি না করেই বিদ্যুৎ কেন্দ্র করবে। আধুনিক প্রযুক্তির কারণে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আগের মতো ধোঁয়া বের হয় না।
বাঁশখালী উপজেলার গণ্ডামারা এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণসহ ৯ দফা দাবি দেয় গণ্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলন।
বুধবার বিকেলে গণ্ডামারা হাদির পাড়া সাইক্লোন সেন্টার মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী।
পাঠকের মতামত: