ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

লামা প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলায় নদীর পানিতে গোসল করতে নেমে পুজা কর্মকার (৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছেন।

উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মাতামুহুরী নদীর লামামুখ ঘাটে আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুজা কর্মকার পৌরসভা এলাকার লামামুখ গ্রামের বাসিন্দা বিমল কর্মকারের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, পুজা কর্মকার শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ি সংলগ্ন মাতামুহুরী নদীর লামামুখ ঘাটে গোসল করতে নামেন। এ সময় পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি পুজা কর্মকার।

পরে স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ থানায় খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা শিশুটিকে উদ্ধার অভিযানে নামেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশন কর্মকর্তা মো. সাফায়েত হোসেন বলেন, শনিবার দুপুর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশী চালিয়েও নিখোঁজ পুজা কর্মকারের সন্ধান পাওয়া যায়নি। তাই চট্টগ্রাম ডুবুরিদের খবর দেয়া হয়েছে।

পাঠকের মতামত: