ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

মহেশখালীর পৌর নির্বাচনে সংঘর্ষে নিহত- ১ : ২৫ গুলিবিদ্ধ সহ আহত অর্ধশত

বিশেষ প্রতিবেদক::
কক্সবাজারের মহেশখালীর পৌরসভা নির্বাচনে পুলিশ-জনতা সংঘর্ষে একজন নিহত হয়েছে।এসময় ২৫ গুলিবিদ্ধ সহ আহত হয়েছে আরো অর্ধশত।

songars

২০ মার্চ রবিবার বিকালে পৌরসভার উত্তরঘোনা পাড়া কেন্দ্রে নির্বাাচন শেষে ভোট গননাকালে প্র‌তিদ‌ন্ধি প্রার্থী সমর্থক‌দের ধাওয়া পাল্টা ও গোলাগু‌লির ঘটনায় এ সংঘর্ষ হয়।সংঘর্ষে একজন নিহত এবং ২৫ গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অর্ধশত।

সর্বশেষ গুলিবিদ্ধ ও আহতদের মহেশখালী এবং কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রনে র‍্যাব,বিজিবি, পুলিশ ম্যাজিস্ট্রেট সহ একাধিক সদস্য কেন্দ্রে অবস্হান করছে।

 

পাঠকের মতামত: