ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট নয়: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ::

বেসরকারি বিশ্ববিদ্যালয় ভ্যাটের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে কিছুতেই ভ্যাট নেওয়া যাবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সবকিছু থাকবে ভ্যাটের আওতামুক্ত।
গতকাল সোমবার প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপ করা হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপ করা হবে।
কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করবে তারা শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট আদায় করবে, নাকি তারা নিজেরাই দেবে।
আজ রাজধানীর ধানম-িসহ কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা গেটসহ আরো বেশ কয়েকটি জায়গায় বেসকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট আরোপ না করা এবং কোটা সংস্কারের দাবিতে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করেছেন।

পাঠকের মতামত: