ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

বিপাশাকে ১০ কোটি টাকার ফ্ল্যাট উপহার!

bipasaবিপাশাকে দেওয়া সালমানের উপহারকে কেন্দ্র করে বলিউড পাড়া তোলপাড়। কয়েকদিন থেকে বলিউড পাড়ার আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এই উপহার।

বিয়ের আসরে সালমান খানকে নিয়ে বিপাশা যে একটু বেশি মাতামাতি করেছিলেন তা চোখে পড়েছিল অনেকেরই। পাশেই দাঁড়িয়ে ছিলেন বর করণ সিংহ গ্রোভার। কিন্তু তাকে জাস্ট পাত্তা না দিয়েই ভাইজানের বুকে মাথা রেখেছিলেন বিপাশা বসু। সেই বিপাশাকেই নাকি বিয়েতে উপহার হিসেবে ১০ কোটি টাকার একটি ফ্ল্যাট দিয়েছেন সাল্লু!

যদিও পুরো বিষয়টাই গসিপ বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা। তিনি টুইট করে বলেছেন, ‘আমার পড়া সবচেয়ে বড় ভুল খবর এটা। আমি কারও কাছ থেকে এ ধরনের গিফট কেন নিতে যাব?’

কিন্তু সালমান এ ব্যাপারে এখনও মুখ খোলেননি। তাই বিপাশা এ তথ্য অস্বীকার করলেও বি-টাউন এই জল্পনাকে একেবারে উড়িয়ে দিতে নারাজ। তারা আসল সত্যিটা নাকি ভাইজানের মুখ থেকেই শুনতে চান!

এপ্রিলে করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা বসু। তার বিয়েতে বলিউডের অনেকের সঙ্গে নিমন্ত্রিত ছিলেন সালমান খানও। সালমান ও বিপাশা খুব ভালো বন্ধু। তাই তো হানিমুনেও সালমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিপস।

 

পাঠকের মতামত: