নিউজ ডেস্ক :: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এম. আবদুল্লাহ সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে বিএফইউজে’র মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তিনি ১৫৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি রুহুল আমিন গাজী পেয়েছেন ১৫০ ভোট। তিনি এখন জেলে আছেন।
বিএফইউজে’র নির্বাচন কমিশন কর্তৃক শনিবার রাত ১১ টার দিকে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
নির্বাচনের আগেই মহাসচিব পদে নূরুল আমিন রোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ১৪ নভেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে এ ভোট গ্রহন করা হয়। নির্বাচনে মোট ৩১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সহ সভাপতি’র ৩ টি পদে মোঃ মোদাব্বের হোসেন (১৯৮), মোঃ রাশিদুল ইসলাম (১৪৪) এবং ওবাইদুর রহমান শাহীন (১৪৩) নির্বাচিত হয়েছেন। সহকারি মহাসচিব’র ৩টি পদে নাসির আল মামুন (১৬৯), শফিউল আলম দোলন (১৫৪) ও শহীদুল্লাহ মিয়াজী (১৪৫) নির্বাচিত হয়েছেন।কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ খায়রুল বাশার (১৬৭)। সাংগঠনিক সম্পাদক পদে খুরশীদ আলম (১৯১), দফতর সম্পাদক পদে তোফায়েল হোসেন (১৬০), প্রচার সম্পাদক পদে মাহমুদ হাসান (১৫৩) নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৭জন। এদের মধ্যে রয়েছেন-এইচ এম আলাউদ্দিন (১৬০), জিয়াউর রহমান মধু (১৪৯), আবদুস সেলিম (১৪৯), শামসুদ্দিন হারুন (১৩৬), মো. আবু বক্কর মিয়া (১৩৪), একেএম মহসিন (১২৯) ও মো. জাকির হোসেন (১২৯)। ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন রাতে ফলাফল ঘোষনা করার পর বিএফইউজে, জাতীয় প্রেস ক্লাবের-এর বার বার নির্বাচিত সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক শওকত মাহমুদ এর নেতৃত্বে সিনিয়র সাংবাদিকেরা নব নির্বাচিত সভাপতি এম. আবদুল্লাহ সহ নব নির্বাচিত সকলকে ফুল দিয়ে উঞ্চ অভিনন্দন জানান।
পাঠকের মতামত: