ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

বিএনপি নেতা দুলু গ্রেফতার

ডেস্ক নিউজ ::
বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাটোর-২ আসনের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করা হয়েছে। শেরেবাংলা নগর থানার একটি মামলায় মঙ্গলবার গভীররাতে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি।

বুধবার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আদালতে পাঠানো হবে।

এর আগে ফৌজদারি মামলায় দণ্ড থাকায় রিটার্নিং কর্মকর্তা গত ২ ডিসেম্বর দুলুর মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করলে ৬ ডিসেম্বর তা খারিজ হয়। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দুলু।

পাঠকের মতামত: