ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বাবার স্মৃতিতে গান গাইলেন প্রিয়াঙ্কা (ভিডিও)

prianka-chopra-720x540-720x540বিনোদন ডেস্ক :::

১০ জুন, ২০১৩, বাবাকে হারিয়েছিলেন তিনি। স্মৃতি হাঁতড়ে বাবাকে ছোঁয়ার চেষ্টা আর ছুঁতে না পারার যন্ত্রনা ধরা পড়ল নায়িকার কন্ঠে। রাজেশ মাপুসকর পরিচালিত মরাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এ ‘বাবা’ নামে একটি গান গেয়েছেন প্রিয়ঙ্কা। ছবিটির প্রযোজক প্রিয়াঙ্কা নিজেই। জানা গিয়েছে, ‘ভেন্টিলেটর’ ছবির চিত্রনাট্য মূলত গড়ে উঠেছে একজন বাবা আর তাঁর সন্তানের সম্পর্ককে কেন্দ্র করে। সেই বাবা যখন ভেন্টিলেটরে, তখন তাঁর কথা মনে পড়ছে পরিবারের বাকি সদস্যদের। হাসপাতালে দাঁড়িয়ে স্মৃতিতে ডুবে যাচ্ছে তারা, জলে ভেসে যাচ্ছে দু’চোখ।

গানটি লিখেছেন গীতিকার মনোজ যাদব আর সুর দিয়েছেন সঙ্গীত পরিচালক রোহন। গানটি শুনে আবেগে ভারি হয়ে উঠবে আপনার চোখ! আসুন দেখে নেওয়া যাক প্রিয়ঙ্কা চোপড়ার গাওয়া গানের ভিডিওটি।

– আনন্দবাজার

 

 

দেখুন ভিডিও:

 

পাঠকের মতামত: