ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বান্দরবান জেলা প্রশাসক করোনা পজিটিভ

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম’সহ ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, কক্সবাজার পিসিআর ল্যাবের পরীক্ষায় ২ জন করোনা পজিটিভ হয়েছে। এরা হলেন জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম এবং হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মো. কামরুল। এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই জনগণের সেবায় মাঠে ছিলেন জেলা প্রশাসক। সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেছেন। মাঠে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

পাঠকের মতামত: