বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেফার পাড়া এলাকায় নিজ ঘরে ব্যবহারের জন্য মোটর দিয়ে পানি তোলা হচ্ছিল।
এসময় রিফাত ও মনিরুল নামে দুই শিশু খেলার সময় পানির মোটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে পাশ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিশুরা হলো আলীকদম উপজেলার রেফার পাড়ার বাসিন্দা মনজুন আলমের ছেলে মো. রিফাত ইসলাম (৭) ও মনিরুল ইসলামের ছেলে আসরাফুল কবির ফাইজান (৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার জানান, আলীকদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত: