ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

বাংলাদেশও যাচ্ছেনা সার্ক সম্মেলনে

ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশও যোগ দিচ্ছে না। একই সঙ্গে যোগ দিচ্ছেনা ভারত, আফগানস্থান ও ভুটান। চারটি দেশ যোগ না দেয়ায় কার্যত আগামী ৯ ও ১০ নভেম্বর ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে জানান,  সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারছেনা। ধারণা করা হচ্ছে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলায় ভারত ও পাকিস্তানের টানাপোড়েনের জের ধরে শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেল। গতকাল সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ তাঁর টুইট বার্তায় লেখেন, আঞ্চলিক সহযোগিতা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না। ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন থেকে সরে দাঁড়াল ভারত। সার্ক সনদ অনুযায়ী দক্ষিণ এশিয়ার আট জাতির এ জোটের সব সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিতে হয়। অর্থাৎ, কোনো বিষয়ে একটি দেশের আপত্তি থাকলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। কাজেই বাংলাদেশ, ভারতসহ চার দেশ না যাওয়ায় কার্যত সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেল।

পাঠকের মতামত: