অনলাইন ডেস্ক ::
বর্তমান বিশ্বে সবচেয়ে মানবাধিকার বঞ্চিত জাতি রোহিঙ্গা। তাদের স্থান দিয়ে কক্সবাজারবাসী মহানুভবতার পরিচয় দিয়েছে। তবে এখনো মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি। যে যার অবস্থান থেকে বঞ্চিত মানুষের পক্ষে কাজ করতে হবে। সবাই আন্তরিক হলে মানবাধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
মানবাধিকার সংরক্ষণে গঠিত সিএসও/এনজিও হিউম্যান রাইটস কোয়ালিশন এর দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপে এসব কথা ওঠে আসে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা পালস্ এর প্রধান নির্বাহী এবং অত্র কোয়ালিশনের আহ্বায়ক আবু মোর্শেদ চৌধুরী।
তিনি কক্সবাজার জেলায় মানবাধিকার পরিস্থিতি পরিবীক্ষণ ও উন্নয়নের জন্য সরকারি, বেসরকারি, বুদ্ধিজীবিসহ সকল শ্রেণীর মানুষদের নিয়ে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা একলাব এর নির্বাহী পরিচালক কোয়ালিশনের যুগ্ম-আহ্বায়ক সৈয়দ তারিকুল ইসলাম। তিনি সিএসও/এনজিও মানবাধিকার কোয়ালিশন গঠনের সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরেন। কোয়ালিশনের কাজের ক্ষেত্র তুলে ধরে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ওয়ার্কশপে সবাই উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং কোয়ালিশনের কার্যক্রমের মানোন্নয়নে তাদের মূল্যবান পরামর্শ প্রদান করেন। মানবাধিকারের ধারণাপত্র পাঠ করেন কোয়ালিশনের যুগ্ম-আহ্বায়ক এস.এম নাজের হোসেন।
কোয়ালিশনের যুগ্ম-আহ্বায়ক ও হেল্প কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাসেম বলেন, মানবাধিকার নিয়ে কাজ করার জন্য আমাদের সবাইকে নিজ উদ্যোগে কাজ শুরু করতে হবে। এই কোয়ালিশনের মাধ্যমে কক্সবাজার জেলায় মানবাধিকার লংঘনের বিষয়সমূহ বিভিন্ন পরিসরে তুলে ধরতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার এর সহকারি পরিচালক বলেন, ইসলামে মানবাধিকারের উপর ব্যাপক আলোচনা রয়েছে, ইসলাম মানুষকে অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। মদিনা সনদে মানবাধিকার নিয়ে আলোচনা রয়েছে। তিনি সরকারি ও বেসরকারি সংস্থার মেলবন্ধনের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় কোয়ালিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, পরিচালনা নীতিমালা, নতুন সদস্য ভর্তি ফরম, লোগো তৈরী, ওয়েবসাইট তৈরী বিষয়ে বিস্তারীত আলোচনা করা হয়। এছাড়া সভায় কোয়ালিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্য মানবাধিকার সংরক্ষণে বিশেষ করে নৃ-গোষ্ঠি, দলিত ও আদিবাসী জনগোষ্ঠির অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সিএসও/এনজিও হিউম্যান রাইটস কোয়ালিশন আয়োজিত কনসালটেশন ওয়ার্কশপেসার্বিক সহযোগিতা প্রদান করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)। কক্সবাজার জেলায় কর্মরত স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন সংস্থা ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সকল সদস্যের প্রতিকোয়ালিশনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
প্রকাশ:
২০১৮-০৯-১৩ ১৪:২০:৩৬
আপডেট:২০১৮-০৯-১৩ ১৪:২০:৩৬
- চকরিয়ায় মহামারি প্রার্দুভাব মোকাবেলায় গৃহপালিত তিন শতাধিক গরু-ছাগলকে টিকাদান
- চকরিয়ায় পুলিশের অভিযানে দুই পলাতক আসামি গ্রেফতার
- চকরিয়ায় মোটরসাইকেল আরোহী ওষুধ কোম্পানির ম্যানেজারসহ তিনজন নিহত
- চকরিয়া ক্বিরাত সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন
- চকরিয়ায় ডাম্পা,ট্রাক-মোটরসাইকেলের ত্রি-মূখি সংঘর্ষে নিহত-১,আহত-২
- ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন
- পোকখালীতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
- চকরিয়া পেকুয়ার প্রবাসিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু
- চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত
- অক্টোবর মাসে ৪৫২ সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত, আহত ৮১৫ -যাত্রী কল্যাণ সমিতি
- বেঙ্গল ৯৯ – লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা
- চকরিয়া পেকুয়ার প্রবাসিদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু
- কুতুবদিয়ায় আলোচিত ৪ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
- প্রধান নির্বাচন কমিশনার হলেন কক্সবাজারের সন্তান এ এম এম নাসির উদ্দীন
- চকরিয়া উপজরলা বিএনপির সাবেক সভাপতি আবু তাহের চৌধুরীর ইন্তেকাল
- টেকনাফে সাবেক ওসি রনজিতের অবৈধ সম্পদ জব্দের আদেশ
- কক্সবাজারে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
- সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ
- জেলায় টিসিবির পণ্য পাচ্ছে ১ লাখ ১৫ হাজার পরিবার
- চকরিয়ায় জেলা পরিষদের জায়গা থেকে আ.লীগের কার্যালয় উচ্ছেদ
- চবি ছাত্রশিবিরের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
- কক্সবাজার সদর মডেল থানার ওসি প্রত্যাহার
পাঠকের মতামত: