এম জিয়াবুল হক, চকরিয়া
চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদের বদরখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব পালনের একবছর পুর্তি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ প্রদত্ত চেয়ারম্যান বৃত্তি ২০২২ এর ফলাফল ঘোষণা পরবর্তী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ৫ জানুয়ারি বিকালে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন পরিষদের একবছর পুর্তি ও ইউপি চেয়ারম্যান বৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরখালী কলেজের অধ্যক্ষ, চকরিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, বদরখালী ইউনিয়ন পরিষদের সকল সদস্য, বদরখালী সমিতির সকল পরিচালক, বদরখালী ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদরাসা সুপার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক ও সুধীজন।
অনুষ্ঠানে বদরখালী ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদের চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব পালনের একবছর সময়ের বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও অর্জন তুলে ধরে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ। পরে একই অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি, বিশেষ অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী উপস্থিত থেকে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ এর পৃষ্ঠপোষকতায় প্রদত্ত চেয়ারম্যান বৃত্তি ২০২২ এ বিজয়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানের সমাপনীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
পাঠকের মতামত: