ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট’১৬ : দ্বিতীয় বারের মত শিরোপা ঘরে তুললো পেকুয়া

18-4320170302_161135_resized_1ইমরান হোসাইন, পেকুয়া :::

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট’১৬ এর ফাইনালে সিলেট বিভাগের কামরাঙ্গীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয়।

 বৃহস্পতিবার (২মার্চ) দুপুর দেড়টায় বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। শুরু হওয়ার ৩মিনিটের মাথায় টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি গোল খেয়ে পিছিয়ে পড়ে। শেষার্ধের ৩ মিনিটের মাথায় টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় ওই ১গোল পরিশোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত খেলায় ১-১গোলে খেলা সমতা বিরাজ করলে ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৬-৫ গোলে কামরাঙ্গীরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরুস্কার বিতরণ করবেন।

 পেকুয়াসহ কক্সবাজারবাসী বিটিভিতে খেলা শেষ হওয়ার পরপর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু করে। পেকুয়া উপজেলার প্রত্যেক ইউনিয়নের আনন্দ মিছিলে মুখরিত হয়েছে। সেই সাথে গত বছরের মতো আবারো সারাদেশের চ্যাম্পিয়নদের বীরোচিত সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পেকুয়াবাসী।

 উল্লেখ্য, গত বছরেও পেকুয়া উপজেলার রাজাখালী সরকারী প্রাথমিক বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট’১৫ এর চ্যাম্পিয়নশীপ অর্জন করেছিল।

 পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম বলেন দ্বিতীয় বারের মত টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের শিরোপা ধরে রাখায় আমরা আনন্দিত ও গর্বিত। আগামীকাল (শুক্রবার) ক্ষুদ্রে ফুটবলারদের জন্য বীরোচিত সংবর্ধনা আয়োজন করছে পেকুয়াবাসী।

পাঠকের মতামত: