ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীকে কটূক্তি, বান্দরবানের লামায় আওয়ামী লীগের বিক্ষোভ

লামা প্রতিনিধি ::  বান্দরবানের লামায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করেছে জেলা আওয়ামী লীগ। আজ শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৩টায় লামা বাজারে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

প্রতবাদ সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই একাত্তরের পরাজিত শক্তি, মুক্তিযদ্ধের চেতনাবিরোধী এবং পঁচাত্তরে জাতির পিতার খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা করতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

লামা উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, সহ-সভাপতি মোস্তফা জামাল ও প্রশান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা পারুল, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিক ও সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী প্রমুখ।

 

পাঠকের মতামত: