ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

প্রথমবার রোববার থেকে পুঁজিবাজারের লেনদেন সাড়ে ৪ ঘণ্টা

প্রথমবার রোববার থেকে পুঁজিবাজারের লেনদেন সাড়ে ৪ ঘণ্টা

অর্থনৈতিক রিপোর্টার ::

দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় আরো আধা ঘণ্টা বাড়িয়ে প্রথমবারের মতো সাড়ে চার ঘণ্টা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পৃথক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার থেকে দুই বাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বেলা আড়াইটা পর্যন্ত।

করোনাভাইরাসের মহামারির মধ্যে বেশ কিছুদিন পরবর্তিত সূচিতে বাজার চলার পর গত ৮ই জুলাই থেকে স্বাভাবিক সময়ের মতো চার ঘণ্টা লেনদেন চলছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরীফ আনোয়ার হোসাইন বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে এর আগে আর কোনোদিন সাড়ে চার ঘণ্টা লেনদেন হয়নি। এটাই প্রথম বলে আমি জানি।

সময় বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত, স্টক এক্সচেঞ্জগুলোর অনেক দিনের চাহিদা ছিল। অনেক ধন্যবাদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে যে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে পুঁজিবাজারে লেনদেন বাড়বে।

পাঠকের মতামত: