ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

পেছাল খালেদা জিয়ার জামিন শুনানি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ধার্য করেছেন আপিল বিভাগ। চিকিৎসার প্রতিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে না আসায় শুনানি পিছিয়ে দেন আদালত।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও আশেপাশে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, গত ২৮ নভেম্বর আদালতের তলব করা চিকিৎসা প্রতিবেদন প্রস্তুত হয়নি। সময় চাইলে আদালত ১২ ডিসেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ২৮ নভেম্বর আপিল বিভাগ বিএসএমএমইউর কাছে খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন তলব করে ৫ ডিসেম্বর শুনানির দিন রাখেন।

পাঠকের মতামত: