ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বিজয়ী ফুটবল দলকে বী‌রো‌চিত সম্বর্ধনা

মুহাম্মদ গিয়াস উ‌দ্দিন, পেকুয়া ::9
বঙ্গবন্ধু শেখ মু‌জিব‌ুর রহমান প্রাথ‌মিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনা‌মেন্টের ফাইনা‌লে সি‌লে‌টের জৈন্তাপুর কামরাঙ্গী সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়‌কে হা‌রি‌য়ে জাতীয় চ্যা‌ম্পিয়নের শি‌রোপা অর্জনকারী দল কক্সবাজা‌রের পেকুয়া উপ‌জেলার টইটং সরকারী প্রাথ‌মিক ‌বিদ্যালয়‌কে বী‌রো‌চিত সম্বর্ধনা দি‌য়ে‌ছে পেকুয়ার জনসাধরন। আজ দুপু‌রে পেকুয়া উপ‌জেলার চৌমুহুনী চত্ব‌রে আ‌য়ো‌জিত  বিশাল সম্বর্ধনায় উপ‌জেলার নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপ‌স্থিত হ‌য়ে জাতীয় চ্যা‌ম্পিয়ন দল‌কে ফু‌লের পাপ‌ড়ি ছি‌টি‌য়ে বরণ ক‌রে নেয়। এর আ‌গে শত শত যানবাহন নি‌য়ে চক‌রিয়ার ইনানী থে‌কে বিশাল মোটরযাত্রা সহকা‌রে টইটং সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় এর বু‌লেট বা‌হিনী‌কে পেকুয়ায় নি‌য়ে আসা হয়।

চৌমুহুনী‌তে আ‌য়ো‌জিত বিশাল সম্বর্ধনায় বক্তব্য রা‌খেন, চক‌রিয়া উপ‌জেলা চেয়ারম্যান জাফর আলম, পেকুয়া উপ‌জেলা চেয়ারম্যান শাফায়াত আ‌জিজ রাজু, ‌জেলা আওয়ামীলীগ নেতা এস এম গিয়াস উ‌দ্দিন, পেকুয়া উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক আবুল কা‌সেম, পেকুয়া উ‌প‌জেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু, জেলা জেলা সেচ্চা‌সেবকলীগ নেতা এস এম শাহাদ‌াত হো‌সেন প্রমুখ।

পাঠকের মতামত: