পেকুয়া প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়া অনুষ্টিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণমেন্ট, অনুর্ধ-১৭ এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। খেলায় অংশ নেয় পেকুয়া সদর ইউনিয়ন খেলোয়াড় দল বনাম টইটং ইউনিয়ন খেলোড় দল। বৃহষ্পতিবার বিকাল ৪টায় উপজেলার মগনামা উচ্চ বিদ্যালয়ে মাঠে ওই ফাইন্যাল ম্যাচটি সম্পন্ন হয়। পরিচালনা কমিটির নির্ধারিত সময়ে উভয় দলের মধ্যে টান টান উত্তেজনা পূর্ণ খেলায় কেউ গোলের দেখা পায়নি। রেফারীর চুড়ান্ত সিদ্ধান্তে অমিমাংসিত খেলা গড়ায় ট্রাইবেকারে। ওই ট্রাইবেকারে পেকুয়া সদর ইউনিয়ন খেলোয়াড় দলকে ০২-০৩ গোলে হারিয়ে টইটং খোলোয়াড় দলের বুলেট বাহিনী শিরোপা অর্জন করেন।
উপজেলার নবাগত ইউএনও সাঈকা শাহাদাত সভাপতিত্বে অনুষ্টিত পুরষ্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উম্মে কুলছুম মিনুর । বিশেষ অতিথি ছিলেন, সদ্য যোগদানকারী পেকুয়া থানা অফিসার ইনচার্জ কারুল আজম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টূর্ণামেন্ট, অনুর্ধ ১৭ এর পরিচালনা কমিটি সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম এম শাহজাহান, পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, মগনামা ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম, মগনামা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোছেন, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মোঃ ইব্রাহিম, টইং উচ্চ বিদ্যায়ের শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম, পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনষ্টিটটিউশনের ক্রীড়া শিক্ষক নুর মোহাম্মদ, পেকুয়া সদর ইউপি সদস্য এম, শাহনেওয়াজ আজাদ ও উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জকরিয়া। খেলায় ধারাভাষ্যকারে ছিলেন পেকুয়া উপজেরা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.ফ.ম. হাসান ও পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম, দিদারুল করিম। এছাড়া দুই ইউনিয়ন পরিষদের সচিব, স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ক্রীড়া প্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্টিত ফাইন্যাল খেলায় বিজয়ী খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উম্মেকুলছুম মিনু ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টূর্ণামেন্ট, অনুর্ধ-১৭ এর পরিচালনা কমিটি সভাপতি নবাগত ইউএনও সাঈকা শাহাদাত। খেলায় ম্যান অব-দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয় দলের ১০ নং জার্র্সি পরিহিত খেলোয়াড় বুলেট। সেরা গোলদাতা নির্বাচিত হন রানার্সআপ দল পেকুয়া সদর ইউনিয়ন খেেেলায়াড় দলের ১০ নং জার্সি পরহিত খেলোয়াড় রাশেদ। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন মনরিুল ইসলাম, সহকারী হিসেবে ছিলেন মিনহাজ ও ফোরকান।
পাঠকের মতামত: