ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন

vvvপেকুয়া প্রতিনিধি :::
পেকুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের কয়েকটি কক্ষে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ।

এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালমা ফেরদৌস, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, পেকুয়া বিএমআই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম।

মেলায় সরকারী দপ্তর, ইউনিয়ন পরিষদ পরিষদ, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও দুইটি কলেজসহ ১৩টি প্রতিষ্ঠান অংশ নেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ১৩টি স্টলে সরকারের উন্নয়ন ও ইন্টারনেট বিষয়ে প্রদর্শনী চলছে।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালমা ফেরদৌস বলেন, ঝড় বৃষ্ঠির কারণে উন্মুক্ত স্থানের বদলে মেলার জন্য জিয়াউর রহমান কলেজের কয়েকটি কক্ষটি ব্যবহার করা হচ্ছে।

 

পাঠকের মতামত: