ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় ইয়াবা ব্যবসায়ী জেলহাজতে

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় অভিযান চালিয়ে মোঃ জকরিয়া নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ আমির হোসেন নামের অপর এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়।

রবিবার (২২এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হিরাবুনিয়া পাড়া এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মোঃ জকরিয়াকে গ্রেপ্তার করে। সে একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে। পলাতক ইয়াবা ব্যবসায়ী মোঃ আমির হোসেন একই এলাকার আব্দুল গণির ছেলে।

উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জকরিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ১৫৮ পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পলাতক ইয়াবা ব্যবসায়ী মোঃ আমির হোসেনকে আটকে অভিযান চালানো হচ্ছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার ও পলাতক দুজনকে আসামি করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার) আদালতের মাধ্যমে গ্রেপ্তারকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: