ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

পেকুয়ার টৈটং ইউপি’র ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন স্থগিত

sthogitনিজস্ব প্রতিবেদক:

পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছে মহামান্য হাইকোর্ট। তাই ১৬ এপ্রিল রবিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না বলে বিজ্ঞপ্তি জারি করেছেন কক্সবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়।

সূত্রে জানা যায়, একটি রিট পিশিনের ভিত্তিতে হাইকোর্ট ডিভিশন ১৩ এপ্রিল টৈটং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন স্থগিতাদেশ প্রদান করেন। স্থগিতাদেশের পক্ষে ১৫ এপ্রিল জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন স্থগিত করার আবেদন করলে, জেলা নির্বাচন অফিসার উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রত্যয়নকারী এড. মো. আনোয়ারুল ইসলামের সাথে টেলিফোনিক আলোচনাক্রমে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন ১৬ এপ্রিল অনুষ্ঠিত উপ-নির্বাচন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোট গ্রহণের যাবতীয় কার্যক্রম স্থগিত করেন।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান রব্বানি সাংবাদিকদের জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টৈটং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, টৈটং ইউপি’র নাপিতখালী গ্রামের মৃত জাকের আহমদের ছেলে ও একই ওয়ার্ডের টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী সাহাদত হোছাইনের রিট পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট ডিভিশন ১৩ এপ্রিল এ স্থগিতাদেশ প্রদান করেন।

পাঠকের মতামত: