ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

পুলিশের লাগাম টানা সাংবাদিকের দায়িত্ব -নতুন ডিআইজি ফারুক

নিজস্ব প্রতিনিধি, চট্রগ্রাম ::

পুলিশ বাড়াবাড়ি করলে লেখনীর মাধ্যমে লাগাম টেনে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ‘পুলিশ জনগণের সেবক। এটা মুখে বললেও বাস্তবে অনেক পুলিশ কর্মকর্তা এসপি-ডিআইজি পদ পাওয়ার পর সেটা ভুলে যান। তাই সাংবাদিকদের দায়িত্ব লেখনীর মাধ্যমে মাঝে মাঝে রশি টেনে দেওয়া।’ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণের দুই কর্মদিবসে  মঙ্গলবার তিনি স্থানীয় সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম রেঞ্জে কাজ করবেন বলে জানিয়েছেন। বিষয়গুলো হল-মাদক নিয়ন্ত্রণ, পুলিশের মধ্যে শৃঙ্খলা আনা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

ডিআইজি বলেন, ‘নির্বাচন সামনে রেখে কুচক্রীমহল যাতে জঙ্গিবাদসহ যেকোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সেই লক্ষ্যে পুলিশ এখন থেকেই কাজ শুরু করেছে।’ এছাড়া মাদক নিয়ন্ত্রণে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এর পাশাপাশি পুলিশের মধ্যে শৃঙ্খলা আনার যুদ্ধেও জয়ী হতে চাই।’

মতবিনিময় সভায় সাংবাদিকরা নানা বিষয়ে ডিআইজির সঙ্গে আলোচনা করেন। এ সময় কক্সবাজারে জেলা পুলিশের অনেক কর্মকর্তা ঘুরেফিরে কক্সবাজার জেলায় দায়িত্বপালন করা, তাঁদের কারো কারো বিরুদ্ধে ইয়াবা পাচারের অভিযোগ থাকার প্রসঙ্গটি উত্থাপন করা হয়। জবাবে ডিআইজি বলেন, ‘এক জেলায় কোনো কর্মকর্তাকে দুই দফা বদলি করা আমি সমর্থন করি না। ভবিষ্যতে আমি বিষয়টি দেখব।’

এ ছাড়া অফিসার ইনচার্জ বদলির ক্ষেত্রে ঘুষ বাণিজ্যের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, ‘এখন থেকে সামনে দেখুন।’ পরক্ষণে বলেন, ‘ছাগল নাচে খুঁটির জোরে। আমি ঠিক থাকলে কোনো চক্র কিছুই করতে পারবে না।’

সভায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ফয়েজ আহমদ, এস এম রোকন উদ্দিন, চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ বক্তব্য দেন।

পাঠকের মতামত: