ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু কুতুবদিয়ায়

আব্বাস সিদ্দিকী. কুতুবদিয়া :: 
কুতুবদিয়ার পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রেজাউল করিমের শিশু কন্যা আয়েশা বেগম (৪) এবং কামাল হোছাইনের শিশু কন্যা মুনতাহা বেগম (৪)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের তেলিয়াকাটা গ্রামের রেজাউল করিমের কন্যা ও কামাল হোছাইনের কন্যা দু’জনই বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। স্থানীরা টের পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু জনকেই মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত: