ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

‘পদক সরিয়ে জিয়াকে ছোট করা যাবে না’

স্টাফ রিপোর্টার :  জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে কিংবা জিয়ার কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করে সরকার নিজেই নিজেকে ছোট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পদক সরিয়ে জিয়াকে ছোট করা যাবে না। তিনি ১৬ কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন। সরকারের এসব সংকীর্ণমনা কর্মকা-ের কারণে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। আজ সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল এসব কথা বলেন। ফখরুল বলেন, সরকার জিয়ার স্বাধীনতা পদক বাতিল করে জাদুঘর থেকে সরিয়ে নিয়েছে। গতকালও একজন মন্ত্রী কবর সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন। এসব করে জিয়াকে ছোট করা যাবে না। কেননা তিনি ১৬ কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন। এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: