ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পটিয়ায় মাদক সম্রাট কানা কামালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি :: পটিয়ায় কামাল উদ্দিন ওরফে কানা কামাল নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে উপজেলার ধলঘাট চন্দ্রকলা ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত কামাল উপজেলার হুলাইন আকবর পাড়া এলাকার মৃত আবদুল ছমদের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত দেড়টার দিকে ধলঘাট চন্দ্রকলা ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কানা কামালের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, অব্যবহৃত তিন রাউন্ড কার্তুজ, ২টি গুলির খোসা, ৮শ পিস ইয়াবা ও লাশের পকেটে থাকা ৪শ টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কারা সেটা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

পুলিশ আরও জানায়, নিহত কামালের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থেকে অপকর্ম চালিয়ে আসছিলেন।

পটিয়া থানার ওসি শেখ মোঃ নেয়ামত উল্লাহ বলেন, মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের গোলাগুলিতে মাদক সম্রাট কানা কামাল মারা গেছেন। তার পকেটে থাকা ৮শ পিস ইয়াবাসহ একটি এলজি উদ্ধার করা হয়েছে। অপর গ্রুপ কারা ছিল, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত: