ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেনি বিএনপি

imaঅনলাইন ডেস্ক ::: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আগামী ৮ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে কোনো আবেদন করেনি বিএনপি।

শনিবার সকালে রাজধানীর মিরপুর পুলিশ লাইনসে স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
বিএনপি আবেদন করলে সমাবেশের অনুমতি দেয়া হবে কি না জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, আবেদন পেলে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানানো হবে।

আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় অস্ত্র সরবরাহের দায়ে চারজনকে আটক করা হয়েছে। এখন তদন্ত চলছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আছাদুজ্জামান মিয়া আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মাটি কখনো জঙ্গি আস্তানা হবে না।- নতুন বার্তা

পাঠকের মতামত: