ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

‘নির্বাচন হলে আওয়ামী লীগ অস্তিত্ব হারিয়ে ফেলবে’

fokhrul1বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, মানুষের মনের মধ্যে আওয়ামী লীগের স্থান নেই। নির্বাচন হলেই তারা অস্তিত্ব হারিয়ে ফেলবে। দেশের মানুষ এখন নিরাপদে নেই। 

বুধবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী হামলায় দৌলতপুর গ্রামের নিহত মন্টুর পরিবারকে সহানুভুতি জানানোর পর এ কথা বলেন। 

পরে মির্জা ফখরুল সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত জেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এর আগে সম্মেলন উপলক্ষে জেলা যুবদল শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
 

পাঠকের মতামত: